শান্তি ও শৃঙ্খলা রক্ষায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন শ্রীলঙ্কার সেনাপ্রধান শাভেন্দ্র সিলভা।
গতকাল শনিবার বিক্ষোভকারীরা শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়ার পর থেকে কয়েকমাস থেকে আন্দোলনে টালমাটাল দেশটির পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে পড়েছে। কার্যত এখন সরকারহীন সময় পার করছে লঙ্কানরা। এরইমধ্যে প্রেসিডেন্টের পদত্যাগের দিণক্ষণ চূড়ান্ত করেছেন লঙ্কান পার্লামেন্টের স্পিকার।
এদিকে অর্থনৈতিক সঙ্কটে থাকা শ্রীলঙ্কাকে অর্থ সহায়তা দেওয়ার কথা ছিল আন্তর্জাতিক মনিটারি ফান্ড আইএমএফের। সংস্থাটি জানিয়েছে তারা গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
অন্যদিকে শ্রীলঙ্কার সরকারকে দ্রুত সঙ্কট সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সাথে সাংবাদিক ও বিক্ষোভকারীদের ওপর কোনরকম হামলা না চালানোর বিষয়েও শ্রীলঙ্কার আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করেছে মার্কিন প্রশাসন।
প্রেসিডেন্টের সরকারি বাসভবন দখলে নেওয়া বিক্ষোভকারীরা দাবি করেছেন, তারা সেখানে কোটি কোটি শ্রীলঙ্কান রুপি পেয়েছেন। যা তারা নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করেছেন।
প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে কোথায় আছেন, তা এখনও জানা যায়নি। তবে শোনা গেছে মালপত্র ভর্তি শ্রীলঙ্কার নৌবাহিনীর একটি জাহাজ গতকালই দেশ ছেড়েছে। অনেকে মনে করছেন গোতাবায়া পরিবার ওই জাহাজেই দেশ ছেড়েছেন।
বিডি প্রতিদি/নাজমুল