গোতাবায়া রাজাপাকসেকে তারা প্রেসিডেন্ট ভবন ছাড়া করেছেন। তার ক্ষমতাচ্যুত হওয়াও এখন কেবল সময়ের ব্যাপার। চূড়ান্ত বিক্ষোভের পরের দিন শ্রীলঙ্কার রাস্তায় সুনসান নীরবতা, এখন বিক্ষোভকারীরা পরবর্তী পদক্ষেপ কী হয়, তা জানার জন্য আগ্রহভরে অপেক্ষা করছেন। কলম্বো থেকে করা আল জাজিজার এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।
প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী দু’জন ক্ষমতা ছাড়বেন এটা মোটামুটি নিশ্চিত। এরপর কী চাইছেন বিক্ষোভকারীরা, তাদের কাছ থেকেই জানার চেষ্টা করেছে আল জাজিরা।
কে চন্দ্র নামের এক বিক্ষোভকারী বলেন, ‘আমরা একটা পরিবর্তন চাই। আমাদের সামনে আর কোন পথ খোলা নেই, এমন জীবন আমরা চাই না। এই দেশে যা ঘটছে তার জন্য ওই নেতারাই দায়ী।’
আরেক নাম প্রকাশ না করা বিক্ষোভকারী বলেন, ‘গোতাবায়ার শেষ না দেখে আমরা থামতে চাই না।’
তাদের মতো আরও অনেক বিক্ষোভকারীই শ্রীলঙ্কার নেতৃত্বে পরিবর্তন চাইছেন। কারণ, তারা মনে করেন তাদের এই দুরবস্থার জন্য অনেকাংশেই রাজাপাকসে পরিবারের বিলাসিতা ও স্বেচ্ছাচারিতা দায়ী।
যদিও বিশেষজ্ঞরা বলছেন, রাজাপাকসে পরিবারের পতনেই মিলছে না সমাধান, সহসাই কাটছে না শ্রীলঙ্কার সঙ্কট। নতুন নেতৃত্ব আসলেও শ্রীলঙ্কার সংকট কাটতে আরও অনেকদিন লেগে যাবে। কারণ এই সঙ্কট একদিনে আসেনি, এর মূল বেশ গভীরে।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদি/নাজমুল