৮ আগস্ট, ২০২২ ১৯:৫৬

পরমাণু বিদ্যুৎ কেন্দ্রকে ঢাল হিসেবে ব্যবহার করছে রাশিয়া: ইউক্রেনের অভিযোগ

অনলাইন ডেস্ক

পরমাণু বিদ্যুৎ কেন্দ্রকে ঢাল হিসেবে ব্যবহার করছে রাশিয়া: ইউক্রেনের অভিযোগ

ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কোম্পানির প্রধান অভিযোগ করে বলেছেন, রাশিয়ার সেনারা জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। সেখান থেকেই তারা হামলা চালাচ্ছে।

পেত্রো কোতিন বলেন, ‘তারা বিদ্যুৎ কেন্দ্রকে ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে ঢাল হিসেবে ব্যবহার করছে। কারণ, ইউক্রেনের কেউ সেখানে কিছু করতে যাবে না এটা তারা বুঝে গেছে। ইউক্রেনের সেনারা জানে এটা ইউক্রেনের কর্মী এবং ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র। সেখানে ইউক্রেনের মানুষরাই আছে। সুতরাং সেখানে গিয়ে নিজেদের মানুষকে হত্যা করা যাবে না, নিজেদের অবকাঠামোর ক্ষতি করা যাবে না।’

পেত্রো কোতিন আরও বলেছেন, ৫০০ রাশিয়ার সেনা পরমাণু কেন্দ্রের ভবনে অবস্থান করছে এবং এই প্ল্যান্ট থেকেই বিভিন্ন এলাকায় রকেট হামলা চালানো হচ্ছে।

যদিও রাশিয়ার দাবি, ইউক্রেনই বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়ে রাশিয়ার ওপর দায় চাপাচ্ছে।

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর