লাইন মেরামতের কথা বলে নর্ড স্ট্রিম-১ গ্যাস পাইপলাইন বন্ধ করেছিল রাশিয়া। তিন দিনের মধ্যে গ্যাস ছাড়ার কথা ছিল। কিন্তু গেল শনিবার তিন দিন পার হলেও গ্যাস ছাড়েনি মস্কো। ক্রেমলিন এখন বলছে, নিষেধাজ্ঞা না উঠালে গ্যাস ছাড়া হবে না।
সোমবার রুশ প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, গ্যাস বন্ধের একমাত্র কারণ নিষেধাজ্ঞা। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পশ্চিমা দেশগুলো আমাদের দেশের কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এ কারণে পাইপলাইনে সমস্যা হয়েছে।
নিষেধাজ্ঞার কারণে লাইন মেরামত করা যাচ্ছে না উল্লেখ করে দিমিত্রি পেসকভ বলেন, এখানে অন্য কোনো বিষয় নেই, যা এই সরবরাহ সমস্যার কারণ হতে পারে। নর্ড স্ট্রিম-১ লাইনের মাধ্যম রাশিয়া ২০১১ সাল থেকে পশ্চিম ইউরোপের দেশগুলোতে গ্যাস দিয়ে থাকে।
এদিকে গ্যাস সরবরাহের অন্যতম প্রধান পাইপলাইন (নর্ড স্ট্রিম-১) অনির্দিষ্টকাল বন্ধের ঘোষণায় ইউরোপীয় ইউনিয়নে আসন্ন শীতে গ্যাস সংকট ও রেশনিং- এর ভীতিকে উস্কে দিয়েছে। এর জেরে সোমবার মহাদেশটির বাজারে গ্যাসের দাম বেড়েছে রকেট গতিতে ( অন্তত ৩০ শতাংশ)। ইউরোপের বাজারে প্রতি মেগাওয়াটঘণ্টা গ্যাসের মূল্যসূচক চড়েছে প্রায় ২৭২ ইউরোর মতো।
তবে ডাচ টিটিএফ সূচকে অক্টোবরের জন্য গ্যাসের ক্রয়মূল্য শেষপর্যন্ত কিছুটা কমলেও– এখনও তা ২৫৬ ইউরো বেশি। আগের দিনের চেয়ে যা ২৩ শতাংশ বেড়েছে, তাতে করে এক বছর আগের তুলনায় গ্যাসের দাম হয়েছে প্রায় ৪০০ শতাংশ বেশি।
গ্যাসের দামে আগুনের ছোঁয়া এরমধ্যেই চাপে ফেলেছে ইউরোপের ভোক্তাদের, গ্যাস সংকটে উৎপাদন বন্ধও রাখতে হয়েছে কিছু শিল্পে। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল