সম্প্রতি গণভোটের মাধ্যমে ইউক্রেন থেকে খেরসন অঞ্চলকে নিজের ভূখণ্ডের সঙ্গে একীভূত করে নেয় রাশিয়া। কিন্তু সেখানে পরিস্থিতি অনুকূলে না থাকায় খেরসন অঞ্চল হতে সব সেনা প্রত্যাহার করে নিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায়।
তবে সেনা প্রত্যাহার করে নিলেও এখনও খেরসনকে নিজেদের অংশ দাবি করছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, “খেরসন অঞ্চল এখনও রাশিয়ার অংশ রয়েছে এবং সেখান থেকে সেনা প্রত্যাহার করার কারণে খেরসনের আইনগত মর্যাদার ওপর কোনও প্রভাব পড়বে না।”
গত মাসে খেরসনসহ ইউক্রেনের চারটি অঞ্চল গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত হয় এবং রাশিয়ার সংসদ এই সংযুক্তির বিষয়টি অনুমোদন করলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চূড়ান্তভাবে ডিক্রি জারি করেন।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে খেরসন অঞ্চল থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার করে দিনেপার নদীর পূর্ব পাড়ে নেওয়ার পর ক্রিমলিনের পক্ষ থেকে ওই অঞ্চলের মর্যাদার প্রশ্নে দিমিত্রি পেসকভ এই বক্তব্য দিলেন।
খেরসন থেকে শুধু রাশিয়ার সেনা প্রত্যাহারই করা হয়নি, সেখানকার যে সমস্ত বেসামরিক নাগরিক চলে আসার জন্য আগ্রহী ছিল তাদেরকেও নিরাপদে সরিয়ে নেওয়ার কথা বলেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সেনা প্রত্যাহারের আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, অহেতুক প্রাণহানি এড়ানোর জন্য সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সূত্র: সিএনএন, স্কাইনিউজ, ইউরোনিউজ
বিডি প্রতিদিন/কালাম