রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখতে চায় ভারত। এই ক্ষেত্রে ভারতকে কয়েকটি শর্ত দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসন বলেছে, রাশিয়া থেকে ভারতকে জি-সেভেনের পক্ষ থেকে বেধে দেয়া দামে তেল কিনতে হবে, তা না হলে পশ্চিমা বীমা, অর্থ এবং মেরিটাইম সার্ভিস ব্যবহার বন্ধ করতে হবে।
ওয়াশিংটন ভারতকে জানিয়েছে, এই শর্ত মানলে নয়া দিল্লি যত খুশি রাশিয়া থেকে তেল কিনতে পারে, তাতে আমেরিকার কোনো আপত্তি নেই। শুক্রবার মার্কিন অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন নয়া দিল্লি সফর করেন এবং দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে বৈঠক করেন।
ওই বৈঠকের পর জেনেট ইয়েলেন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল ভারত, আফ্রিকা কিংবা চীনের কাছে দরকষাকষি মাধ্যমে বিক্রি হতে যাচ্ছে। তিনি বলেন, আগামী মাসে যখনই ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে সমুদ্রপথে তেল আমদানি বন্ধ করে দেবে তখনই মস্কো জি-সেভেনের ঠিক করে দেয়া দাম মেনে নিতে বাধ্য হবে।
মার্কিন অর্থমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলে মস্কোর জন্য সমুদ্র পথে তেল রপ্তানি কঠিন হয়ে পড়বে। সে ক্ষেত্রে তারা হন্যে হয়ে বিভিন্ন ধরনের ক্রেতার সন্ধান করবে। সূত্র : পার্সটুডে ও ইন্ডিয়া টুডে।
বিডি-প্রতিদিন/শফিক