ইউক্রেনে বিভিন্ন ফ্রন্টে নতুন সাফল্য পাওয়ার দাবি করেছে রাশিয়া। সোমবার এক বিবৃতিতে এই দাবি করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার এক বছর পূর্তি ঘনিয়ে আসার কাছাকাছি সময়ে এই দাবি করল রাশিয়া। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে এই অভিযান শুরু করেছিল মস্কো।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রুশ সেনারা ইউক্রেনীয় বাহিনীকে হটিয়ে দিয়ে দুই কিলোমিটার পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। তবে ঠিক কোন স্থানে এ ঘটনা ঘটেছে তা জানায়নি রুশ মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়েছে, “রুশ সেনাবাহিনী শত্রুদের প্রতিরোধ ব্যূহ ভেঙে ফেলেছে এবং তাদের প্রতিরক্ষা লাইনের ভেতরে কয়েক কিলোমিটার পর্যন্ত ঢুকে পড়েছে।”
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় স্থানের নাম না বললেও ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহরের চারপাশে প্রচণ্ড যুদ্ধ চলছে বলে বিভিন্ন সূত্র খবর দিয়েছে। গত এক মাস ধরে ওই শহরের আশপাশে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হলেও শহরটি এখনও ইউক্রেনের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
বাখমুত শহরটি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক অঞ্চলে অবস্থিত। ডোনেটস্কের বেশিরভাগ এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে থাকলেও বাখমুতসহ আরও কিছু শহর এখনও ইউক্রেনের দখলে রয়েছে। এ কারণে বাখমুতের দখল নিতে মরিয়া হয়ে উঠেছে রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, শহরটিতে তাদের ১৬টি অবস্থান লক্ষ্য করে ট্যাংক, কামান ও আর্টিলারি গোলাবর্ষণ করে যাচ্ছে রাশিয়া।
ওয়াগনার নামক রুশ ভাড়াটে সেনারা মূলত বাখমুত দখলের লড়াইয়ে অংশ নিচ্ছে। কারাগার থেকে শর্তের ভিত্তিতে মুক্তি পাওয়া বন্দিদের নিয়ে গঠিত ওয়াগনার বাহিনীর প্রতিষ্ঠাতা ইয়েভগেনি প্রিগোঝিন বলেছেন, তারা এরইমধ্যে বাখমুতের উত্তর প্রান্তের ক্রাসনা হোরা গ্রামটির নিয়ন্ত্রণ গ্রহণ করেছেন। সূত্র: তাস
বিডি প্রতিদিন/কালাম