সুইডেনের ন্যাটো জোটে যোগদানকে কেন্দ্র করে তুরস্কের সঙ্গে মতবিরোধ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। তা সত্ত্বেও আঙ্কারার এফ-১৬ যুদ্ধবিমানগুলোর আধুনিকায়ন করে দিতে সম্মত হয়েছে আমেরিকা।
সম্প্রতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তুরস্কের এফ-১৬ যুদ্ধবিমান বহরের আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার আঙ্কারার কাছে বিক্রির বিষয়টি অনুমোদন করেছে।
তুরস্কের কাছে প্রায় ২০০ এফ-১৬ যুদ্ধবিমানের এক বিশাল বহর রয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতর বলেছে, যুদ্ধবিমানগুলোর যোগাযোগ ও নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন করা হবে। ৩৫ বছরেরও বেশি সময় আগে আমেরিকার কাছ থেকে সংগ্রহ করা এসব যুদ্ধবিমানের আধুনিকায়ন ন্যাটো জোটের নিরাপত্তার স্বার্থেই জরুরি বলে ওই দফতর জানিয়েছে।
তুরস্ক সম্প্রতি আমেরিকার কাছ থেকে আরও ৪০টি এফ-১৬ যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে ফিনল্যান্ড ও সুইডেনের অন্তর্ভুক্তি নিয়ে আঙ্কারার সঙ্গে ওয়াশিংটনের মতবিরোধের জের ধরে মার্কিন কংগ্রেসে তুরস্কের প্রস্তাবের বিরোধিতা করা হয়েছে।
চলতি মাসে ন্যাটোতে ফিনল্যান্ডের অন্তর্ভুক্তিতে সম্মত হলেও এখনও সুইডেনের অন্তর্ভুক্তির বিরোধিতা করছে তুরস্ক । সুইডেন তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকে বিদ্রোহীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে আঙ্কারা অভিযোগ করেছে। মার্কিন কংগ্রেসের বহু সদস্য এই দাবি তুলেছেন যে, তুরস্ক সুইডেনের বিষয়ে সম্মতি না দেয়া পর্যন্ত দেশটির কাছে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রি করা যাবে না।
ন্যাটো জোটে নতুন সদস্য নিতে গেলে পুরনো সকল সদস্যের অনুমোদন প্রয়োজন। তুরস্ক ন্যাটো জোটের প্রতিষ্ঠালগ্নের সদস্য। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/কালাম