৬ মে, ২০২৩ ১২:৩৬

‘ভিন্নমতাবলম্বী’ হাবিব চাবেরের মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান

অনলাইন ডেস্ক

‘ভিন্নমতাবলম্বী’ হাবিব চাবেরের মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান

হাবিব চাবে

সুইডেন ও ইরানের দ্বৈত নাগরিকত্ব থাকা ভিন্নমতাবলম্বী হাবিব চাবেরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। 

শনিবার ‘সন্ত্রাসবাদের’ সাথে জড়িত থাকার দায়ে তার এ সাজা কার্যকর করলো দেশটি। 

ইরানের বিচার বিভাগ এ কথা জানিয়েছে।

বিচার বিভাগের মিজান বলেন, ‘হারাকাত আল-নিদাল সন্ত্রাসী গ্রুপের প্রধান হাবিব চাবেরের মৃত্যুদণ্ড শনিবার সকালে কার্যকর করা হয়েছে। তার ডাকনাম হাবিব আসিউদ।’

প্রসঙ্গত, ২০২০ সালের অক্টোবর থেকে তুরস্ক সফরের সময় নিখোঁজ হয় হাবিব চাবে। পরে তেহরানে বিচারের জন্য চাবেকে ইরানে বন্দী করা হয়।

একটি বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্ব দেওয়ার জন্য দোষী সাব্যস্ত হলে গত ৬ ডিসেম্বর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

সূত্র : রয়টার্স

বিডি-প্রতিদিন/বাজিত

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর