৪ জুন, ২০২৩ ০৬:৩৫

সৌদিসহ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে নৌজোট গড়বে ইরান

অনলাইন ডেস্ক

সৌদিসহ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে নৌজোট গড়বে ইরান

ইরান-সৌদির সম্পর্ক পুনঃস্থাপনের আচমকা ঘোষণায় মধ্যস্থতা করে তাক লাগিয়ে দিয়েছে চীন

ইরান জানিয়েছে, সৌদি আরবসহ উপসাগরী দেশগুলোর সঙ্গে ( সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন) তারা নৌজোট গড়বে। এই জোটে ভারত-পাকিস্তানকেও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা আছে।

ইরানের নৌ কমান্ডার বলেন, এই অঞ্চলের দেশগুলো বুঝতে পেরেছে, কেবল একে অন্যের প্রতি সহযোগিতা নিরাপত্তা আনয়ন করে।

হুট করেই যেন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক আবহে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। সাত বছর পর ইরান ও সৌদি আরব সম্প্রতি কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দিয়েছে। ইরান-সৌদির সম্পর্ক পুনঃস্থাপনের আচমকা ঘোষণায় মধ্যস্থতা করে তাক লাগিয়ে দিয়েছে চীন।

অনেকেই ইরান-সৌদি সম্পর্কের নতুন মোড়কে এই অঞ্চলে চীনের নীরব কূটনৈতিক অভ্যুত্থান বলে অভিহিত করছেন। বিশ্লেষকরা বলছেন, এটা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মোড়লগিরির শেষের শুরু। সূত্র: ডন

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর