ইসরায়েলি ড্রোন হামলার ফিলিস্তিনের পশ্চিম তীরে তিন জন নিহত হয়েছে। বুধবার দিবাগত রাতে একটি গাড়িতে ড্রোনটি হামলে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
জেনিন শরণার্থী শিবির এলাকায় হামলার পর গাড়িটিতে আগুন ধরে যায়।
এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, জালামাহ সন্দেহভাজন একটি গাড়িতে সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
জালামাহ শহরটি জেনিন এলাকা থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। জেনিনে গত সোমবারের হামলায় সাত ফিলিস্তিনি নিহত হয়েছে।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল