ইউক্রেনের শহর দিপ্রোতে নিরাপত্তা বাহিনীর একটি ভবনে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
শুক্রবার সকালে ইউক্রেনের একটি বহুতল ভবন ও নিরাপত্তা বাহিনীর একটি ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
এ বিষয়টি নিশ্চিত করে টেলিগ্রাম বার্তায় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শুক্রবার সকালে একটি বহুতল ভবন ও নিরাপত্তা বাহিনীর একটি ভবনে শত্রুপক্ষ আঘাত হেনেছে। এটিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র সন্ত্রাস বলে উল্লেখ করেন তিনি।ইউক্রেনের নেতা বলেন, তিনি অভ্যন্তরীণ মন্ত্রণালয়, জরুরি সেবা বিভাগ এবং সামরিক বিভাগের আঞ্চলিক কার্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন।
এই হামলার জবাব দেওয়া হবে জানিয়ে জেলেনস্কি বলেন, রাশিয়াকে শাস্তি দিতে আমরা প্রয়োজনীয় সবকিছু করব। আমাদের জনগণের ওপর চালানো প্রতিটি সন্ত্রাসী হামলার যথাযথ জবাব দেওয়া হবে।
সূত্র : গার্ডিয়ান।
বিডি-প্রতিদিন/বাজিত