রবিবার সকালে মস্কোর নিকটবর্তী এলাকায় ইউক্রেনের তিনটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলার কারণে স্থানীয় একটি আন্তর্জাতিক বিমানবন্দর কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল।
মস্কোর নিকটবর্তী এলাকা থেকে একটি ড্রোন ভূপাতিত করা হয়। বাকি দুটি বৈদ্যুতিক তারের সাথে আঘাত হানে এবং একটি অফিস কক্ষে ঢুকে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এই আক্রমণকে সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ভিনুকোভো বিমানবন্দরের উড্ডয়ন ও অবতরণ কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে এক ঘণ্টার কম সময়ের মধ্যে আবার বিমানবন্দরটি কার্যক্রম চালু করা হয়।
সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/নাজমুল