জোটের অংশীদারদের সঙ্গে মতভেদের কারণে পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন ইউরোপের দেশ লাটভিয়ার প্রধানমন্ত্রী ক্রিসজানিস কারিন্স। সোমবার এক সংবাদ সম্মেলনে কারিন্স জানান, আসছে বৃহস্পতিবার (১৭ আগস্ট) তিনি নিজের ও বর্তমান মন্ত্রিসভার পদত্যাগপত্র প্রেসিডেন্টের কাছে জমা দেবেন। খবর নিউ ইয়র্ক টাইমস এর।
বর্তমান জোটের অংশীদাররা তার প্রস্তাবিত মন্ত্রিসভা রদবদলের সিদ্ধান্ত নাকচের পর এমন ঘোষণা নিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে কারিন্স আরও জানান, বর্তমান জোট সরকারের অংশীদার দলগুলোর মধ্যে ভাঙন দেখা দিয়েছে। এ কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, জোটের অংশীদাররা দেশের উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাধা সৃষ্টি করছে। তাই আমার দল নিউ ইউনিটি পার্টিকে (এনইউপি) জানিয়ে দিয়েছি, বৃহস্পতিবার পদত্যাগ করতে যাচ্ছি। আমি আমার দলকে প্রধানমন্ত্রীত্বের জন্য নতুন কাউকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানাই।উল্লেখ্য, গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জয়লাভ করে কারিন্সের মধ্য-ডানপন্থী এনইউপি। ওই নির্বাচনে দেশটির ১০০টি সংসদীয় আসনের মধ্যে ২৬টিতে জয় পায় তার দল। পরে সাতটি দলের সঙ্গে জোট গড়ে সরকার গঠন করে এনইউপি।
বিডি-প্রতিদিন/শফিক