২৮ আগস্ট, ২০২৩ ১৬:০৩

২৪ ঘণ্টায় স্পেনে ৫১৪ অভিবাসীর প্রবেশ

অনলাইন ডেস্ক

২৪ ঘণ্টায় স্পেনে ৫১৪ অভিবাসীর প্রবেশ

ছবি : আনাদোলু এজেন্সি

উত্তর আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে ২৪ ঘণ্টায় মোট ৫১৪ জন অভিবাসনপ্রত্যাশী প্রবেশ করেছেন। গতকাল রবিবার এ পরিস্থিতি বর্ণনা করেছে স্থানীয় গণমাধ্যম। খবর আনাদোলু এজেন্সির।

গত শনিবার দুটি নৌকা ক্যানারি দ্বীপপুঞ্জে ১০৬ জন অভিবাসনপ্রত্যাশী নিয়ে পৌঁছায়। এরপর গতকাল রবিবার তিনটি নৌকায় ৪০৮ জন প্রবেশ করেন। তারা সবাই আফ্রিকার সাহেল অঞ্চলের বাসিন্দা।

খবরে জানানো হয়, অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তাদের সবাই সুস্থ আছেন। বর্তমানে তারা সামাজিক পরেষেবার অধীনে আছেন।

এ রুটে গত জানুয়ারি-জুলাইয়ে অভিবাসনপ্রত্যাশীদের যাতায়াত সামান্য কমেছে। তবে বার্ষিক হিসাবে চলতি আগস্টে উত্তর আফ্রিকা থেকে প্রবেশ ৮০ শতাংশ বেড়েছে, যা তিন হাজারেরও বেশি।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর