৬ সেপ্টেম্বর, ২০২৩ ১৮:১৭

গুলি বিনিময়ের পর আফগানিস্তান-পাকিস্তানের প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ

অনলাইন ডেস্ক

গুলি বিনিময়ের পর আফগানিস্তান-পাকিস্তানের প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ

তোরখাম সীমান্ত ক্রসিং

গুলি বিনিময়ের পর আফগানিস্তান-পাকিস্তানের প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করা হয়েছে। পাকিস্তানের স্থানীয় বাসিন্দারা বুধবার তোরখাম ক্রসিংয়ে গোলাগুলির শব্দের  খবর দেন। তারা বলেন, গোলাগুলি শুরু হলে খাইবার পাসের কাছে ব্যস্ত সীমান্ত এলাকা থেকে লোকজন পালিয়ে যায়।

আল জাজিরার খবরে বলা হয়েছে, গুলি বিনিময়ের ফলে  হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। উভয় পক্ষের সীমান্তরক্ষীরা কেন গুলি বিনিময় করেছে  তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

পাকিস্তান সরকার এবং সামরিক কর্মকর্তারা  তাদের আফগান সমকক্ষদের সাথে উত্তেজনা প্রশমিত করতে যোগাযোগ করেছেন। 

পাকিস্তান এবং স্থলবেষ্টিত আফগানিস্তানের মধ্যে যাত্রী ও পণ্য পরিবহনের প্রধান স্থান হল তোরখাম সীমান্ত পয়েন্ট।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর