মেক্সিকোতে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৮ জন মারা গেছে। এখনো নিখোঁজ রয়েছে ২ জন। সোমবার গ্রামের কিছু এলাকা কাদা পানিতে ভাসিয়ে নিয়ে যায়।
অনেকের মরদেহ কয়েক কিলোমিটার দূরের এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সুরক্ষা সেবা এক বিবৃতিতে জানিয়েছে, আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনো নিখোঁজ দুই জনের সন্ধানে উদ্ধার কাজ চলছে।স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার ও পুনর্বাসন কাজের জন্য ওই এলাকায় উদ্ধারকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল