৮ অক্টোবর, ২০২৩ ০০:৪৭

হামাসের আকস্মিক হামলা ইসরায়েলের জন্য ‘পার্ল হারবারের মতো মুহূর্ত’

অনলাইন ডেস্ক

হামাসের আকস্মিক হামলা ইসরায়েলের জন্য ‘পার্ল হারবারের মতো মুহূর্ত’

ফিলিস্তিনি রকেটের জবাবে গাজা উপত্যকায় বোমা বর্ষণ করে ইসরায়েল

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সাবেক আন্তর্জাতিক মুখপাত্র জোনাথন কনরিকাস বলেছেন, শনিবার ইসরায়েলের ওপর হামাসের আকস্মিক হামলা দেশটির জন্য ‘পার্ল হারবারের মতো মুহূর্ত।

তিনি বলেন, ‘পুরো সিস্টেমই ব্যর্থ হয়েছে। এটি কেবল একটি উপাদান নয়। এটি পুরো প্রতিরক্ষা কাঠামো যা স্পষ্টতই ইসরায়েলি বেসামরিকনাগরিকদের জন্য প্রয়োজনীয় প্রতিরক্ষা সরবরাহ করতে ব্যর্থ হয়েছে।

শনিবার ভোরের আক্রমণ সম্পর্কে তিনি আরও বলেন, ইসরায়েলের জন্য এটি একটি পার্ল হারবারের মতো মুহূর্ত। আজকের আগ পর্যন্ত বাস্তবতা ছিল একরকম এবং  আজকের পরেও বাস্তবতা থাকবে আরেকরকম।

 শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে প্রবেশ করে সামরিক ঘাঁটি, শহর ও খামারে অনুপ্রবেশ করে ইসরায়েলি সেনা ও নাগরিকদের জিম্মি করেছে। এটা ১৯৪৮ সালের স্বাধীনতা যুদ্ধের পর থেকে ইসরায়েলি ইতিহাসে নজিরবিহীন।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপান যুক্তরাষ্ট্রের পার্ল হারবার ঘাঁটিতে আক্রমণ করে যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ওই হামলার পর যুক্তরাষ্ট্র যুদ্ধে নামে এবং জাপানে দুইটি পারমাণবিক বোমা ফেলে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর