ইউক্রেনের সামরিক বাহিনী কিয়েভের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ের জন্য সতর্ক করেছে। রাজধানী শহর কিয়েভ রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার কবলে পড়েছে।
টেলিগ্রামে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, ‘কিয়েভবাসী আশ্রয়কেন্দ্রে থাকুন। অনেক ক্ষেপণাস্ত্র আপনাদের দিকে যাচ্ছে।’
আল জাজিরার খবরে বলা হয়েছে, কিয়েভে চলমান ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা আগে রাজধানী শহরটিতে কয়েক ডজন ‘কামিকাজে’ ড্রোনও নিক্ষেপ করা হয়।
ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী ইরানের তৈরি ৩৫টি শাহেদ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। তবে কিয়েভের দিসনিয়ানস্কি জেলায় মনুষ্যবিহীন যানের ধ্বংসাবশেষ পড়ে আগুনের সূত্রপাত হয়।
রাশিয়ার বেলগোরদে এক নজিরবিহীন হামলার পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ওপর হামলা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন। তার অংশ হিসেবেই এই হামলা বলে মনে করা হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল