গাজায় নিহতের সংখ্যা বেড়ে ২৮ হাজার ৭৭৫ জনে দাঁড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের যুদ্ধে অন্তত ২৮ হাজার ৭৭৫ জন নিহত ও ৬৮ হাজার ৫৫২ জন আহত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১২ ফিলিস্তিনি নিহত ও ১৫৭ জন আহত হয়েছেন।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, খান ইউনিস এলাকার আল নাসের হাসপাতালে ইসরায়েলি অভিযানের সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ফলে অক্সিজেন সরবরাহ সীমিত হয়ে পড়ে। এতে মোট চারজন রোগী মারা যান।
অন্যদিকে হামাস খান ইউনিসের নাসের হাসপাতালের ভেতর কোনো উপস্থিতি অস্বীকার করেছেন। এক বিবৃতিতে হামাস বলেছে, ‘আমরা বারবার বলেছি, আমাদের ফিলিস্তিনি প্রতিরোধের নীতি হচ্ছে সরকারি ও বেসামরিক প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য খাতকে যেকোনো সামরিক তৎপরতা থেকে দূরে রাখা।’
বিবৃতিতে বলা হয়, আমরা বেশ কয়েকবার জাতিসংঘ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বলেছি হাসপাতালগুলো পরীক্ষা করার জন্য একটি আন্তর্জাতিক কমিটি আনতে এবং প্রমাণ করতে যে ইসরায়েলের বর্ণনা মিথ্যা। কিন্তু আমাদের দাবি শোনা হয়নি।
বিডিপ্রতিদিন/কবিরুল