তালেবানের দখলদারিত্বের সময় আফগানিস্তান থেকে কূটনীতিকদের প্রত্যাহার করে সৌদি আরব। এর তিন বছরেরও বেশি সময় পর কাবুলে কূটনৈতিক কার্যক্রম পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছে সৌদি আরব।
সোমবার (২৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি গণমাধ্যম আরব নিউজ।
সোশ্যাল মিডিয়া সাইট এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে দূতাবাস বলেছে, ‘সৌদি সরকারের ভ্রাতৃপ্রতিম আফগান জনগণকে সমস্ত পরিষেবা প্রদানের আকাঙ্ক্ষার ভিত্তিতে, ২২ ডিসেম্বর থেকে কাবুলে দেশটির মিশনের কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
কাবুলে সৌদি প্রতিনিধিত্ব কোন স্তরের হবে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে মন্তব্য করার অনুরোধের কোনো জবাব দেয়নি।
রিয়াদ ২০২১ সালের ১৫ আগস্ট, ঘোষণা করেছিল যে দেশটি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের পর তালেবানের ক্ষমতায় প্রত্যাবর্তনের ফলে সৃষ্ট ‘অস্থিতিশীল পরিস্থিতি’ তৈরি হওয়ার কারণে আফগান রাজধানী থেকে তাদের কূটনীতিকদের প্রত্যাহার করেছে।
২০২১ সালের নভেম্বরে সৌদি আরব বলেছিল যে দেশটি আফগানিস্তানে কনস্যুলার পরিষেবা পুনরায় চালু করছে। দেশটি এর দাতা সংস্থা কেএস রিলিফের মাধ্যমে সেদেশে মানবিক সহায়তাও প্রদান করে।
তালেবান সরকারকে এখনোও কোনো দেশই স্বীকৃতি দেয়নি। ১৯৯৬ সালে প্রথম ক্ষমতায় আসা তালেবান সরকারকে স্বীকৃতি দেয়া মাত্র তিনটি দেশের একটি হল সৌদি আরব, অন্য দু’টি পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত। ওই সরকারকে ২০০১ সালে মার্কিন যুক্তরাষ্ট উৎখাত করে।
সূত্র : আরব নিউজ।
বিডি-প্রতিদিন/বাজিত