যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সামরিক প্রধানরা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। পেন্টাগনের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই আলোচনার মূল বিষয় ছিল সিরিয়া ও লেবাননের বর্তমান পরিস্থিতি।
যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল সিকিউ ব্রাউন এবং সৌদি আরবের চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ফায়াদ আল-রুওয়াইলি আলোচনায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
পেন্টাগনের মুখপাত্র জেরিয়াল ডর্সি বলেন, দুই দেশের সামরিক প্রধানরা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেন। এর মধ্যে রয়েছে সামরিক সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও যৌথ মহড়া পরিচালনা।
ডর্সি আরও বলেন, তারা একটি শক্তিশালী আঞ্চলিক জোট গঠনের অঙ্গীকার করেন, যা আক্রমণ প্রতিহত করতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখবে।
যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের ভিত্তিতে এই আলোচনা শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার দিকে আরেকটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল