গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৫৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৪ জন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে জানায়, রোববার (২২ ডিসেম্বর) ভোর থেকে সোমবার (২৩ ডিসেম্বর) ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় হতাহতের এ ঘটনা ঘটে। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির (এএ) এ খবর জানিয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪৫ হাজার ৩১৭ জন এবং আহত হয়েছেন ১ লাখ ৭ হাজার ৭১৩ জন।
“নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ ভবনের ধ্বংস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি”, উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে।
দখলদারদের হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি আগ্রাসনে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
বিডি প্রতিদিন/নাজিম