আগামী বছর কানাডার জাতীয় নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দল লিবারেলের হেরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় দলের আইনপ্রণেতারা ট্রুডোকে সরে যাওয়ার জন্য চাপ দিচ্ছেন।
ক্ষমতাসীন লিবারেল পার্টি দীর্ঘ নয় বছর ধরে কানাডার দায়িত্বে রয়েছে। কিন্তু আবাসন সংকট এবং দ্রব্যমূল্যের অতিরিক্ত দাম দেশটির নাগরিকদের ব্যাপক সংকটের মধ্যে ফেলে দেয়। ফলে আগামী নির্বাচনে এই দলটির হেরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
কানাডার ব্রডকাস্টিং করপোরেশন জানিয়েছে, অন্টারিওর লিবারেল পার্টির ৫০ জন সংসদ সদস্য এবং দলের প্রধান শনিবার ভার্চুয়াল মিটিংয়ে একমত হয়েছেন যে, ট্রুডোর পদত্যাগ করা উচিত। অন্টারিও কানাডার ১০টি প্রদেশের মধ্যে অন্যতম জনবহুল অঞ্চল।
ট্রুডোর অনুগত সংসদ সদস্য চন্দ্র আর্য রবিবার সিবিসি নিউজকে বলেন, নেতৃত্বের পরিবর্তন ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই। এছাড়া গত শুক্রবার লিবারেল পার্টির ১৮ জন আইন প্রণেতা প্রকাশ্যে ট্রুডোর পদত্যাগ দাবি করেন।
গত সপ্তাহে ট্রুডো দুটি বড় ধাক্কা খেয়েছেন। বিশেষ করে অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের পদত্যাগের পর সব বিরোধী দল ঘোষণা করেছে, তারা লিবারেল সরকারকে হারাতে একত্রিত হবেন।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/ ওয়াসিফ