বন্ধ রাখার পর যুক্তরাষ্ট্রের দুইটি বিমান চলাচল সংস্থা ফের তাদের কার্যক্রম শুরু করেছে। কারিগরি ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের আমেরিকান এয়ারলাইন্সের বিমান পরিষেবা হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছিল। ক্রিসমাসের আগে এমন ঘটনায় বিপাকে পড়েছেন বহু যাত্রী।
ডেল্টা এয়ারলাইন্সও তাদের সব ফ্লাইট বন্ধ করেছিল।
মার্কিন কেন্দ্রীয় উড্ডয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো যুক্তরাষ্ট্র জুড়েই বিমান সংস্থাটির চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল।
সাইবার সিকিউরিটি হালনাগাদ করতেই গিয়ে আইটি ক্রাশ ঘটেছে। এই ঘটনায় অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমান সংস্থাটিকে আইটি সেবা দেয়া প্রতিষ্ঠান ক্রাউডস্ট্রাইক এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছে। তবে কখন নাগাদ পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে সে সম্পর্কে বিস্তারিত কোনো ধারনা দেয়নি।
এই ঘটনার কারণে ৪২ হাজারের বেশি ফ্লাইট বিলম্বের শিকার। সেই সাথে ৪৭০০ ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল