দীর্ঘ প্রায় আড়াইশ’ বছর পর আমেরিকার জাতীয় পাখির স্বীকৃতি পেল সাদা মাথার ঈগল।
মঙ্গলবার এ সংক্রান্ত একটি বিলে স্বাক্ষর করে সাদা মাথার ঈগলকে জাতীয় পাখির স্বীকৃতি দিয়েছেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন।
যদিও যুক্তরাষ্ট্রের গ্রেট সিল তথা সরকারি সিলে সাদা মাথার ঈগলের আনুষ্ঠানিক প্রকাশ ঘটে ১৭৮২ সালে। তারও আগে থেকে এটিকে জাতীয় প্রতীক মনে করেন অধিকাংশ মার্কিনি। তবে এটিকে এতদিন আনুষ্ঠানিকভাবে জাতীয় পাখির স্বীকৃতি দেয়নি দেশটি। অবশেষে বিদায়ের আগে এ সংক্রান্ত বিলে স্বাক্ষর করলেন জো বাইডেন।
বিলটি মার্কিন সংসদের সিনেট এবং হাউসে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে।
সাদা মাথার ঈগল ১৭৮২ সাল থেকে আমেরিকার জাতীয় প্রতীক। তখন থেকেই এটি দেশটির গ্রেট সিলের অন্তর্ভুক্ত।
যুক্তরাষ্ট্রের ‘গ্রেট সিল’ চার্লস থমসন কর্তৃক অনুমোদিত হয়। এতে মূলত ঈগলকে একটি ঢাল, জলপাই শাখা এবং তীর দিয়ে চিত্রিত করা হয়েছে, যা ‘শান্তি এবং যুদ্ধের প্রস্তুতির প্রতীক’। সূত্র: এনবিসি নিউজ, এক্সপ্রেস ট্রিবিউন
বিডি প্রতিদিন/একেএ