তাইওয়ানের জনপ্রিয় রাজনৈতিক নেতা ও প্রাক্তন রাষ্ট্রপতি প্রার্থী কো ওয়েন-জেকে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুর্নীতির মামলায় অভিযুক্ত করা হয়েছে। ৬৫ বছর বয়সী কোর বিরুদ্ধে তাইপেইয়ের মেয়র থাকাকালীন সময়ে একটি রিয়েল এস্টেট লেনদেনে ৫ লক্ষ ডলার ঘুষ গ্রহণ এবং জানুয়ারিতে রাষ্ট্রপতি নির্বাচনে প্রচারণার আর্থিক তথ্য গোপন করার অভিযোগ রয়েছে।
যদিও নিজের উপরে আসা এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন কো। এবিষয়ে প্রসিকিউটররা জানিয়েছেন, তিনি সহ মোট ১১ জনকে এই মামলায় অভিযুক্ত করা হয়েছে। এমনকি মামলায় তাঁর দল তাইওয়ান পিপলস পার্টির আরও বেশ কয়েকজন সদস্যকে রাজনৈতিক অনুদান আত্মসাতের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। প্রসিকিউটররা কোর জন্য ২৮.৫ বছর পর্যন্ত কারাদণ্ডের দাবি করেছেন।
সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে, এই অভিযোগ কো এবং তার রাজনৈতিক আন্দোলনের জন্য একটি বড় ধাক্কা এবং ভোটারদের কাছে জনপ্রিয়তা অর্জনে বাধা সৃষ্টি করবে।
এর আগে জানুয়ারির রাষ্ট্রপতি নির্বাচনে কো ২৫% এরও বেশি ভোট পেয়েছিলেন - ক্ষমতাসীন দলের প্রার্থী লাই চিং-তে এর ৪০% ভোটের চেয়ে বেশি পিছিয়ে ছিলেন না। যদিও তিনজন রাষ্ট্রপতি প্রার্থীর মধ্যে কো শেষতম হয়েছেন তবে তার ভোটের সংখ্যা দুটি প্রধান দলের বাইরে নতুন একটি ধারা সৃষ্টি করেছে।
২০১৪ সালে বেইজিং বিরোধী সানফ্লাওয়ার আন্দোলনের সময় বিক্ষোভকারীদের সমর্থন করার পর, কো একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাইপেইয়ের মেয়র নির্বাচিত হন। এবং ২০১৮ সালে দ্বিতীয় বারের জন্য নির্বাচিত হন।
সোর্সঃ বিবিসি
বিডি প্রতিদিন/আশিক