এবার অভিশংসনের মুখে পড়তে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হ্যান ডাক সুক। তাকে অভিশংসনের জন্য সংসদে বিল উত্থাপন করবে বিরোধীরা। শুক্রবার (২৭ ডিসম্বের) এই বিষয়ে ভোটাভুটি হতে পারে।
তবে এ পদক্ষেপে দেশটিতে সাংবিধানিক সংকট আরও গভীর হতে পারে বলে মনে করা হচ্ছে।
গত ৩ ডিসেম্বর সামরিক আইন জারি করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। এতে দেশটিতে চরম রাজনৈতিক সংকট দেখা দেয়। যদিও বিক্ষোভের মুখে সামরিক আইন জারির সিদ্ধান্ত বাতিল করেন প্রেসিডেন্ট ইওল। তবে এর জেরে গত ১৪ ডিসেম্বর জাতীয় সংসদে অভিশংসিত হন তিনি। যা এখনও আদালতে প্রক্রিয়াধীন। তার অভিশংসন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে একটি সাংবিধানিক আদালতে রায় বহাল রাখা প্রয়োজন।
বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি হুমকি দিয়ে জানিয়েছে, যদি দ্রুত সাংবিধানিক আদালতে তিন বিচারককে নিয়োগ দেওয়া না হয়, তাহলে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টকে অভিশংসনে বিল উত্থাপন করা হবে।
বৃহস্পতিবার তিন বিচারককে নিয়োগ দেওয়ার জন্য সংসদে অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু এখনও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট তাদের নিয়োগ দেননি।
ডেমোক্রেটিক পার্টির ফ্লোর লিডার পার্ক চ্যানডে এক বিবৃতিতে বলেছেন, এটা স্পষ্ট হয়ে গেছে যে প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক সু’র সংবিধান রক্ষা করার যোগ্যতা বা ইচ্ছা নেই। সূত্র: বিবিসি, ফিন্যান্সিয়াল টাইমস, দ্য গার্ডিয়ান, রয়টার্স
বিডি প্রতিদিন/একেএ