মোজাম্বিকের রাজধানী মাপুতোর একটি কারাগারে সংঘর্ষের ঘটনায় অন্তত ৩৩ বন্দি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন।
দেশটির পুলিশ জেনারেল কমান্ডার বার্নার্ডিনো রাফায়েলের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সোমবার মোজাম্বিকের শীর্ষ আদালত নির্বাচনে দীর্ঘদিনের ক্ষমতাসীন দল ফ্রেলিমোর পক্ষে একটি রায় দেয়। এরপরই বিরোধী দল এবং তাদের সমর্থকদের দেশব্যাপী বিক্ষোভ শুরু করে। তাদের অভিযোগ, ভোটে কারচুপি করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, মোজাম্বিকের মাপুতোতে বিক্ষোভ চলাকালে কারাগারের ভেতরে বিপুল সংখ্যক বন্দি জড়ো হয়।
রাফায়েল দাঙ্গায় উসকানি দেওয়ার জন্য কারাগারের বাইরের বিক্ষোভকে দায়ী করলেও বিচারমন্ত্রী হেলেনা কিদা স্থানীয় বেসরকারি সম্প্রচারক মিরামার টিভিকে বলেছেন, কারাগারের ভেতরে অস্থিরতা শুরু হয়েছিল এবং বাইরের বিক্ষোভের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।
সংবাদ সম্মেলনে রাফায়েল জানান, সংঘর্ষের ফলে কারাগারের আশেপাশে ৩৩ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে।
এ ঘটনায় প্রায় ১ হাজার ৫৩৪ জন কারাগার থেকে পালিয়ে গেলেও এখন ১৫০ জনকে পুনরায় আটক করা হয়েছে জানিয়ে রাফায়েল বলেন, অন্য দুটি কারাগার থেকেও পালানোর চেষ্টা করা হয়েছে।
রাফায়েল বলেন, “মোজাম্বিকের নাগরিক ও নিরাপত্তা বাহিনী হিসেবে আমরা উদ্বিগ্ন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধ বাড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি।”
মঙ্গলবার মোজাম্বিকের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সুপ্রিম কোর্টের রায়ের পর অস্থিরতায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। সূত্র: রয়টার্স, আল-জাজিরা
বিডি প্রতিদিন/একেএ