শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হামলায় চারজন নিহত এবং তিনজন আহত হয়েছে। শহরটির সামরিক প্রশাসন শনিবার এ কথা জানিয়েছে।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান টাইমুর তাকাচেনকো একটি টেলিগ্রাম পোস্টে বলেছেন, “শেভচেনকিভস্কি জেলায় ইতোমধ্যেই চারজন নিহত হয়েছে।”
তিনি আরও জানিয়েছেন যে তিনজন আহত হয়েছেন।
কয়েক ঘণ্টা আগে, কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো রাজধানীতে “ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি” সম্পর্কে সতর্ক করেছিলেন এবং বলেছিলেন যে শহরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
পরে তিনি বলেছিলেন, শেভচেনকিভস্কি জেলার একটি ভবনের জানালা ভেঙে গেছে। সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। এবং এলাকার একটি জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়াও, শহরের কেন্দ্রস্থলের কাছে একটি মেট্রো স্টেশনও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কিয়েভের ট্রেনগুলি সেই স্টপ বাইপাস করে চলেছে।
এই আক্রমণ ইউক্রেনের রাজধানীর কেন্দ্রস্থলে একটি বিরল হামলা। এমন সমযয়ে এই হামলা চালানো হয়েছে, যখন কিয়েভ সাম্প্রতিক মাসগুলিতে রাশিয়ান জ্বালানি এবং সামরিক স্থাপনাগুলিতে তার বিমান হামলা বাড়িয়েছে।
কিয়েভের সেনাবাহিনী সম্প্রতি রাশিয়ার বেশ কয়েকটি তেল ডিপোতে হামলা চালিয়েছে। যার মধ্যে রয়েছে রাশিয়ার সারাতোভ অঞ্চলে একটি সামরিক বিমানক্ষেত্রের কাছে একটি স্থাপনায় দুটি বড় হামলা, যার ফলে কয়েকদিন ধরে আগুন লেগেছে।
স্থানীয় গভর্নর ইভান ফেদোরভের মতে, শনিবারও রাশিয়ান বাহিনী জাপোরিঝিয়ার "কেন্দ্রে আক্রমণ" করে। যেখানে দুইজন আহত হয়। তিনি বলেন, এতে শিল্প স্থাপনার একটি প্রশাসনিক ভবন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল