গত এক সপ্তাহে ২১ হাজার ৪৮৫ জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরবের কর্তৃপক্ষ। আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের মতো নানা অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
আজ শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সি।
সৌদি সরকারের হিসাব মতে, তাদের মধ্যে ১৩ হাজার ৫৬২ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৪ হাজার ৮৫৩ জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং ৩ হাজার ৭০ জনকে শ্রম আইন লঙ্ঘনের জন্য গ্রেফতার করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে ১ হাজার ৫৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে ৫০ শতাংশ ইউথোপিয়ান, ৪৭ শতাংশ ইয়েমেনি এবং ৩ শতাংশ অন্যান্য দেশের।
এছাড়া ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময়। আরও ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করায়।
বিডি প্রতিদিন/নাজমুল