মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর দেরি করতে চান না। ক্ষমতা নিয়েই তিনি দ্রুত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনা করতে চাইছেন।
আর সেজন্যই শপথ নেওয়ার পর প্রথম কয়েকদিনের মধ্যেই পুতিনের সঙ্গে ফোনালাপের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প।
জানা গেছে, ট্রাম্প তার সহযোগীদের নির্দেশ দিয়েছেন তার শপথ নেওয়ার পরপরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের ব্যবস্থা করতে।
মার্কিন গণমাধ্যমের তথ্যমতে, ফোনালাপটির অন্যতম উদ্দেশ্য হলো ইউক্রেন সংঘাতের অবসান ঘটানো।
গত ৭ জানুয়ারি ট্রাম্প বলেন, ইউক্রেন সংকট সমাধানে ২৪ ঘণ্টার বেশি সময় লাগতে পারে। তিনি নির্বাচনী প্রচারণার সময়ও এমন কথা বলেছিলেন।
সেসময় অভিষেকের ছয় মাসের মধ্যে ইউক্রেন সংকট নিয়ে পুতিনের সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনার কথা জানান ট্রাম্প।
বিডি প্রতিদিন/নাজমুল