জার্মানির দক্ষিণের রাজ্য বাভারিয়াতে ছুরিকাঘাতে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন। হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। তবে হামলার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
দেশটির সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, স্থানীয় সময় বুধবার (২২ জানুয়ারি) দুপুরের একটু আগে শহরের কেন্দ্রের কাছেই শ্যোন্টাল পার্কে এ ঘটনা ঘটে। পুলিশ প্রত্যক্ষদর্শীদের কাছে ঘটনার ছবি বা ভিডিও থাকলে তা সরবরাহ করার আহ্বান জানিয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, মৃত দুইজনের একজনের বয়স ৪১ ও অন্যজনের দুই বছ। আরো দুইজন মারাত্মক আহত হয়েছেন। ঘটনার পর ২৮ বছর বয়সি এক যুববককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, তিনি আফগানিস্তানের নাগরিক।
হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত নয় পুলিশ৷ তবে তদন্ত শুরু হয়েছে৷ ঘটনায় সাক্ষী হিসেবে আরো একজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
গত নভেম্বরে এই পার্ক এলাকার কিছু অংশকে ‘বিপজ্জনক স্থান’ হিসেবে ঘোষণা করে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মাদক সংক্রান্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ডাকাতি ও হামলার ঘটনা সেখানে বেশি ঘটে। সূত্র: ডয়েচে ভেলে বাংলা
বিডি প্রতিদিন/নাজিম