গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় আগামীকাল শনিবার মুক্তি পেতে যাওয়া চার জিম্মির নাম হামাস ইসরায়েলের কাছে হস্তান্তর করবে বলে আশা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে যে তারা সেনা এবং বেসামরিক নাগরিক। তাদের সবাই নারী।
ইসরায়েলে আটক ১৮০ জন ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে তাদের মুক্তি দেওয়া হবে।
গত রবিবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটি হবে দ্বিতীয় জিম্মি ও বন্দী বিনিময়। প্রথম বিনিময়ে তিনজন ইসরায়েলি জিম্মির বিনিময়ে ৯০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছিল।
হামাস আগামী পাঁচ সপ্তাহের মধ্যে মুক্তি পেতে যাওয়া বাকি ২৬ জিম্মি সম্পর্কেও তথ্য দেবে বলে আশা করা হচ্ছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় চালানো নির্বিচার ইসরায়েলি হামলায় ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল