বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা

কোকোর যত গুণাগুন

কোকোর যত গুণাগুন

কোকো একটি ফল। আর এই ফলের রয়েছে শতগুণ। আবার এই ফলের বীজ থেকেই তৈরি হয় সুস্বাদু চকোলেট। বিখ্যাত ক্যাডবেরি চকোলেট তৈরি হয় এই কোকো গাছের ফল থেকে। শুধু ক্যাডবেরি বা চকলেট নয়। কোকো গাছের বীজ থেকে নানারকম ওষুধ তৈরি হয়। যা শ্বাসকষ্ট ও হৃদরোগে ভীষণ উপকারী। ব্যস্ত সময়ে অত্যধিক কাজের চাপে অনেক সময়ই ক্লান্ত হয়ে পড়ে আমাদের শরীর। ক্লান্তি দূর করতেও কোকো ফলের বীজ ম্যাজিকের মতো কাজ করে। এছাড়াও কোকোর ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি ও সি। মেক্সিকোতে কোকো চাষ বেশি হলেও পৃথিবীর প্রায় সব দেশেই কোকো চাষ হয়ে থাকে। জি নিউজ।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর