শিরোনাম
রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

‘সাংবাদিকতা কখনো কখনো সন্ত্রাসবাদের শামিল’

প্রতিদিন ডেস্ক

সাংবাদিকতাও কখনো কখনো সন্ত্রাসবাদের শামিল হতে পারে বলে মনে করেন পোপ ফ্রান্সিস। তার মতে, সাংবাদিকতা যখন গুজব আর মিথ্যা ছড়ায় তখন এর সঙ্গে সন্ত্রাসবাদকে আলাদা করা যায় না। বৃহস্পতিবার ইতালির সাংবাদিক নেতাদের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

পোপ ফ্রান্সিস বলেন, যেসব সংবাদমাধ্যম মানুষকে বিভ্রান্ত করে এবং অভিবাসীদের ব্যাপারে ভীতির উদ্রেক করে তারা ধ্বংসাত্মক কাজে লিপ্ত। তিনি বলেন, সত্য অনুসন্ধানে প্রতিবেদকদের প্রয়োজনের চেয়েও বেশি পথ পাড়ি দিতে হবে। বিশেষ করে ২৪ ঘণ্টা সংবাদ পরিবেশনের এই যুগে এটা গুরুত্বপূর্ণ। পোপ বলেন, গুজব ছড়ানো এমন এক ধরনের সন্ত্রাসবাদের দৃষ্টান্ত, যেখানে আপনি নিজের কণ্ঠ দ্বারা একজনকে খুন করে ফেললেন। এটা সাংবাদিকদের ক্ষেত্রে আরও বেশি সত্য। কারণ তাদের কথা সবার কাছে পৌঁছে যায় এবং এটা একটা শক্তিশালী অস্ত্র। তবে সাংবাদিকতাকে বিধ্বংসী অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়। সূত্র : গার্ডিয়ান।

সর্বশেষ খবর