সোমবার, ২১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিয়ের স্বপ্ন ছেড়ে বাবার খোঁজে রুবি

বিয়ের স্বপ্ন ছেড়ে বাবার খোঁজে রুবি

আসছে ১ ডিসেম্বরের বিয়ে সব আয়োজন ঠিক আছে ২০ বছর বয়সী রুবি গুপ্তর। কেনাকাটাও শেষ। বিয়ে উপলক্ষে কেনা সাজ-সরঞ্জাম, ভাই-বোন ও বাবাকে নিয়ে নিজ শহর উত্তর প্রদেশের আজমগড়ের উদ্দেশে ট্রেনে চেপে বসেন রুবি। ট্রেনের সঙ্গে সঙ্গে তার স্বপ্ন ছুটে চলেছে নিজ শহরের দিকে। হঠাৎ গতকাল ভোরে কানপুরের কাছে ওই পাটনা-ইন্দোর এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়। এ পর্যন্ত নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। আহত হয়েছে শতাধিক। রুবির বাবা রাম প্রসাদ গুপ্তেও খোঁজ নেই সকাল  থেকেই। মরিয়া হয়ে তাকে খুঁজে বেড়াচ্ছেন রুবিসহ তার সন্তানরা। বিয়ের স্বপ্ন চুলোয় যাক, এখন তার একটাই চাওয়া, যে করেই হোক বাবাকে খুঁজে পাওয়া। এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেন দুর্ঘটনায় রুবি গুপ্তের হাত ভেঙে গেছে। সঙ্গে থাকা  বোন অর্চনা, খুশি, ভাই অভিষেক ও বিশাল গুরুতর হন।

সর্বশেষ খবর