বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
মুসলিম গণহত্যা

সাবেক সার্ব কমান্ডার ম্লাদিচের যাবজ্জীবন

সাবেক সার্ব কমান্ডার ম্লাদিচের যাবজ্জীবন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বসনিয়ান সার্ব বাহিনীর প্রাক্তন সামরিক কমান্ডার রাতকো ম্লাদিচকে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে। ট্রাইব্যুনাল বলেছে, ১৯৯০-র দশকের গোড়ার দিকে ব্রেব্রেনিৎসায় সামরিক সংঘাতের সময় হাজার হাজার বসনিয়ান মুসলিমকে হত্যা করেন। সারায়োভোতে বোমাবর্ষণের ক্ষেত্রেও রাতকো ম্লাদিচ ব্যক্তিগতভাবে সেই বোমা ফেলার নির্দেশ দিয়েছিলেন বলে  প্রমাণ মিলেছে। নিজের উচ্চ রক্তচাপের যুক্তি দিয়ে রাতকো ম্লাদিচ আদালতের শুনানি বন্ধ করার জন্য দাবি জানাচ্ছিলেন, কিন্তু সেই প্রতিবাদে ট্রাইব্যুনাল কান দেয়নি। বিবিসি।

সর্বশেষ খবর