বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সিরিয়ার পূর্ব ঘুটায় যুদ্ধাবস্থা ৬০ শিশুসহ নিহত ২৭০

সিরিয়ার পূর্ব ঘুটায় যুদ্ধাবস্থা ৬০ শিশুসহ নিহত ২৭০

ভয়াবহ যুদ্ধাবস্থা বিরাজ করছে সিরিয়ার ঘুটার পূর্বাঞ্চলে। গতকাল সেখানে সরকারি বাহিনীর বোমাবর্ষণে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। এ নিয়ে গত তিন দিনে এলাকাটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭০-এ। যার মধ্যে কমপক্ষে ৬০ শিশু। রাজধানী দামেস্কের কাছে বিদ্রোহী-নিয়ন্ত্রিত ঘুটায় তিন দিন ধরে ব্যাপক বিমান হামলা শুরু করে আসাদ বাহিনী। টানা বোমাবর্ষণের পর সেখানকার পরিস্থিতি ‘ধারণাতীত’ হিসেবে অভিহিত করেছেন দেশটিতে জাতিসংঘের সমন্বয়ক পানোস মৌমজিস। বিবিসিকে তিনি বলেছেন, ঘুটায় সিরীয় সেনাবাহিনীর গোলাবর্ষণ ‘চরম যন্ত্রণাদায়ক’ পরিস্থিতির সৃষ্টি করেছে। এদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এলাকাটিকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতেই এই অভিযান চালানো হচ্ছে। তবে আন্তর্জাতিক গণমাধ্যম থেকে বলা হচ্ছে, শুধু যে বেসামরিক লোকদের ওপর বোমাবর্ষণ হচ্ছে তা-ই নয়, রুটির দোকান, খাবারের গুদাম বা যেখানেই কোনো রকম খাবার মজুদ করে রাখা যায় সেখানেই হামলা হচ্ছে। স্কুল, হাসপাতাল কিছুই বাদ যাচ্ছে না। বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে এলাকার বিদ্যুৎ, পয় ও পানি সরবরাহ ব্যবস্থা। দামেস্কের কাছে পূর্ব ঘুটাই বিদ্রোহীদের সর্বশেষ বড় ঘাঁটি। এখানকার নিয়ন্ত্রণে রয়েছে ইসলামপন্থি দল জয়শ-ই-ইসলাম। আল কায়েদা সংশ্লিষ্ট সাবেক জিহাদি জোট হায়াত তাহির আল-শামও এলাকাটিতে বেশ সক্রিয়। বর্তমান অবস্থার বর্ণনা দিতে গিয়ে পূর্ব ঘুটার অধিবাসী ফিরাস আবদুল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘নারী ও শিশুদের চিৎকার-কান্নার শব্দ তাদের বাড়ির জানালা দিয়ে শুনতে পাচ্ছি আমরা। ক্ষেপণাস্ত্র ও মর্টার পড়ছে যেন বৃষ্টির মতো। এ দুঃস্বপ্ন থেকে পালানোর জায়গা নেই, এটি শেষও হয়নি।’ আসাদ বাহিনীর সমর্থক হিসেবে পরিচিত রাশিয়া ও ইরানের পাশাপাশি তুরস্কের অ্যাখ্যা দেওয়া এ ‘ডি-এস্কেলেশন জোনে’ ২০১৩-র রাসায়নিক হামলার পর এবারের বোমাবর্ষণকেই সবচেয়ে রক্তক্ষয়ী বলছেন এলাকাটিতে কর্মরত বিভিন্ন সংস্থার কর্মীরা।

তারা জানান, সরকারি বাহিনীর হামলায় নিহতদের মধ্যে শিশুর সংখ্যা ৫০-রও বেশি; আহতের সংখ্যা প্রায় ১২০০। মঙ্গলবার পূর্ব গৌতার আরও ১০টি শহর ও গ্রামে সরকারি বাহিনী নতুন করে বোমাবর্ষণ করেছে বলেও দাবি তাদের। মানবিক সাহায্য পৌঁছাতে এবং আহতদের সরিয়ে নিতে এলাকাটিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিবিসি, আলজাজিরা

সর্বশেষ খবর