শিরোনাম
শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ফিলিপাইনে ‘হামে’ ২৬ জনের প্রাণহানি

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় উচ্চমাত্রায় হামের ভাইরাস ছড়িয়ে পড়ছে। গত মাসে সংক্রামক এ রোগে আক্রান্ত হয়ে প্রায় ২৬ জনের মৃত্যু হয়েছে, যার বেশির ভাগই শিশু। আরও অনেকে এ রোগে আক্রান্ত হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। দেশটির কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে সরকার কর্তৃক শিশুদের টিকা না দেওয়ায় ‘হাম’ রোগ সংক্রমণের মূল কারণ। ফিলিপাইনের জাতীয় স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, এ রোগে আক্রান্তের সংখ্যা ২০১৭ সালে ৭৯১ ছিল, যা ২০১৮ সালে বেড়ে ৫ হাজার ১২০ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি শুধু গেল জানুয়ারিতেই ১ হাজার ৮১৩ জন আক্রান্তের তথ্য পাওয়া যায়।

এ রোগে আক্রান্ত হয়ে ২০১৮ সালে ৩০ জনের মৃত্যু হয়েছে, যেখানে ২০১৭ সালে মৃতের সংখ্যা ছিল ৫। বিগত বছরগুলোয় ফিলিপাইনে রোগ প্রতিরোধক টিকা প্রদানের হার কমে যাওয়াকে এর কারণ হিসেবে দেখছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে সাম্প্রতিক সময়ে ডেঙ্গু রোগের প্রতিরোধক টিকা ‘ডেঙ্গভ্যাক্সিয়া’ নিয়ে সৃষ্ট বিতর্ককেও দায়ী করেছে তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর