শুক্রবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

যৌন হেনস্তা রোধে পোপের সম্মেলন

দিনে দিনে যাজকদের বিরুদ্ধে উঠছে যৌন নির্যাতনের অভিযোগ। দশকের পর দশক ধরে এসব অভিযোগ এখন পাহাড়ের রূপ ধারণ করেছে। আর এই সমস্যার এখন তারই সমাধান খুঁজতে ভ্যাটিকানে চার দিনের এক সম্মেলন ডেকেছেন রোমান ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। গতকাল ডাকা এ সম্মেলনে যোগ দিচ্ছেন বিশ্বের ক্যাথলিক গির্জার প্রায় ২০০ জন শীর্ষ প্রতিনিধি। যাজকদের বিরুদ্ধে বিশেষত শিশুদের যৌন হেনস্থার ঘটনা তুলে এনে তা রোধের পথ খোঁজাই এ সম্মেলনের উদ্দেশ্য। এ সম্মেলনে কেবল যৌন হেনস্থার ঘটনার নিন্দা জানানো নয় বরং গির্জায় হেনস্থার শিকার যারা হয়েছেন তারা তাদের অভিজ্ঞতাও বর্ণনা করবেন বলে সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে জানিয়েছেন পোপ।

 

 

সর্বশেষ খবর