Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শনিবার, ২ মার্চ, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১ মার্চ, ২০১৯ ২৩:০৭

ঝুলন্ত অজগর গিলে খেল বিশাল পাখিকে

ঝুলন্ত অজগর গিলে খেল বিশাল পাখিকে

বাড়ির ছাদে টিভির অ্যান্টিনা থেকে ঝুলে রয়েছে প্রকা  এক অজগর। ঝুলে থাকা অবস্থায়ই বিশাল একটি পাখিকে গিলে খেয়েছে সাপটি। এ ঘটনা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অস্ট্রেলিয়ার বাসিন্দা ক্যাথি গল। তিনি জানিয়েছেন, গত সপ্তাহের ঘটনা এটি। বাড়ির ছাদে উঠেছিলেন তিনি। ছাদে গিয়ে যা দেখলেন, সেই ভয়ানক দৃশ্য  কোনো দিনও ভুলবেন না। ক্যাথিও শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, একটি বিশাল অজগর একটি বড় পাখি শিকার করছে। আস্তে আস্তে পাখিটিকে গিলে খাচ্ছিল ওই কার্পেট পাইথন। পুরো দৃশ্যটিই ক্যাথি ভিডিও করেছেন। তিনি একটি  ফেসবুক গ্রুপে এ ভিডিও পোস্ট করার পর পরই তা ভাইরাল হয়ে যায়। এবিসি নিউজকে ক্যাথি বলেন, আমি পুরো স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমি ভাবতেই পারছিলাম না ওটা একটা অজগর। তিনি বলেন, পুরো পাখিটা গিলে খেতে সাপটার ঘণ্টা চারেক সময় লেগেছে।


আপনার মন্তব্য