শুক্রবার, ২১ জুন, ২০১৯ ০০:০০ টা

হেফাজতে মৃত্যু, পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন

২৯ বছর আগে পুলিশ হেফাজতে আসামির মৃত্যুর ঘটনায় করা মামলায় ভারতের বরখাস্ত আইপিএস কর্মকর্তা সঞ্জীব ভাটকে যাবজ্জীবন কারাদে র আদেশ দেওয়া হয়েছে। গতকাল গুজরাট রাজ্যের জামনগর আদালত এ আদেশ দেন। ১৯৯০ সালে জামনগরে অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব পান সঞ্জীব ভাট। মামলা সূত্রে জানা যায়, জামনগরের যোধপুর এলাকায় দাঙ্গার সময় সঞ্জীব ভাট প্রায় ১৫০ জনকে আটক করেন। আটক ব্যক্তিদের মধ্যে প্রভুদাশ ভিশানি নামের একজন ব্যক্তি মুক্তির পরে হাসপাতালে মারা যান। প্রভুদাশের ভাই এ ঘটনায় আইপিএস কর্মকর্তা সঞ্জীব ভাট ও ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এফআইআর করেন।

সর্বশেষ খবর