বুধবার, ২৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

সুস্থ হয়ে উঠেছেন লাখো করোনা রোগী

অতিমারী (মহামারীর চেয়ে ভয়াবহ) আকার নেওয়া করোনাভাইরাসে এ পর্যন্ত যত মানুষ আক্রান্ত হয়েছেন, তার এক-তৃতীয়াংশ ইতিমধ্যে সেরে উঠেছেন। ইউরোপের বিপর্যস্ত দেশ ইতালিতে মৃতের সংখ্যা আগের দিনের চেয়ে কমেছে। সংক্রমণ ঘটার পর দক্ষিণ কোরিয়ায়ও এক দিনে সর্বনিম্ন নতুন রোগী শনাক্ত হয়েছেন। স্থিতিশীল রয়েছে চীনের পরিস্থিতি। কভিড-১৯ রোগের বিশ্বপরিস্থিতি নিয়ে জনস হপকিন্স ইউনিভার্সিটি গতকাল সন্ধ্যায় যে তথ্য হালনাগাদ করেছে, তাতে এ চিত্রের দেখা মেলে। সেই তথ্যানুযায়ী গতকাল নাগাদ বিশ্বের ১৬৮ দেশ ও অঞ্চলে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯৫ হাজার ৫৩২। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৩ হাজার ৭১৯ জন। বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ২১৯-এ। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ঘটে। তখন এ ভাইরাসের নাম দেওয়া হয় নভেল করোনাভাইরাস, আর এর ফলে সৃষ্ট রোগ নাম পায় কভিড-১৯; যার লক্ষণ জ্বর, মাথাব্যথা ও শ্বাসজনিত সমস্যা।

সর্বশেষ খবর