শুক্রবার, ২৭ মার্চ, ২০২০ ০০:০০ টা

বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা

বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা

করোনাভাইরাসের মহামারী শুধু তাৎক্ষণিক মৃত্যু নয়, সুদূরপ্রসারী ভয়াবহ প্রভাব ফেলছে পৃথিবীতে। বিশ্বে এর মধ্যে বিশ্বজুড়ে খাদ্য সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্ব খাদ্য সংস্থার প্রধান অর্থনীতিবিদ মাক্সিমো  টোরেটো বলেছেন, বিভিন্ন দেশের সরকারের নেওয়া সংরক্ষণশীল পদক্ষেপের কারণে এই সংকট দেখা দিতে পারে। 

বিশ্বজুড়ে করোনা মহামারীর কারণে বিভিন্ন দেশ অন্য  দেশের সঙ্গে বাণিজ্যসহ সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে। তবে মাক্সিমো টোরেটো দ্য গার্ডিয়ানকে এও বলেছেন, ‘ফলন ভালোই হয়েছে এবং প্রধান খাদ্যশস্যের ফলন বেশ আশাব্যঞ্জক পর্যায়ে ছিল। তবে ভাইরাসজনিত সংকটের কারণে মাঠ পর্যায়ের কর্মীদের স্বল্পতা তৈরি হয়েছে। পাশাপাশি সংরক্ষণবাদী পদক্ষেপ হিসেবে আমদানি-রপ্তানি নিষিদ্ধ করায় সামনের দিনগুলোতে সমস্যা দেখা দিতে পারে।’ মাক্সিমো মনে করেন এর মধ্যে সবচেয়ে খারাপ যেটা ঘটতে পারে তাহলো বিভিন্ন দেশের সরকার খাদ্য প্রবাহে বিধিনিষেধ আরোপ করতে পারে। তিনি বলেন, ‘মুক্ত বাণিজ্যবিরোধী সব পদক্ষেপ উৎপাদনবিরোধী। এখন বিধিনিষেধ কিংবা বাণিজ্য প্রতিবন্ধকতা আরোপের সময় নয়। এখন বিশ্বজুড়ে খাদ্য প্রবাহের সুরক্ষা দেওয়ার সময়।’ মাক্সিমোর মতে, রপ্তানির ওপর কড়াকড়ি আরোপ করে নিজেদের খাদ্য সরবরাহকে সুরক্ষা দেওয়ার আহ্বান প্রত্যাখ্যান করতে হবে  দেশগুলোকে। কয়েকটি দেশ এরই মধ্যে তা করতে শুরু করেছে। এরমধ্যে সম্প্রতি আফ্রিকার অনেক দেশে পঙ্গপালের ব্যাপক আক্রমণ দেখা যায়। যার প্রভাব পড়েছে কৃষিতে। এই পঙ্গপাল হাজার হাজার হেক্টর জমির ফসল খেয়ে ফেলেছে। সেটিরও মহাদেশটিতে খাদ্য সংকটের কারণ হবে।

সর্বশেষ খবর