নভেল করোনাভাইরাসের উৎস জানতে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ লক্ষ্যে ২৭ সদস্য রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে করোনাভাইরাসের উৎস নিয়ে স্বাধীন পর্যালোচনার জন্য আগামী ১৮ মে ভিডিও কনফারেন্সের ডাক দিয়েছে সংস্থাটি। হংকংভিত্তিক ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট এ খবর জানিয়েছে। এর আগে, করোনাভাইরাসের উৎস খুঁজতে আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব প্রত্যাখ্যান করে চীন। দেশটি সাফ জানিয়ে দিয়েছে, তদন্তের দাবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। মঙ্গলবার ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ রবারেল জানান, করোনাভাইরাসের উৎসের খোঁজে চীন ও যুক্তরাষ্ট্রের দোষারোপের লড়াইয়ের বাইরে নিরপেক্ষ অবস্থান থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) সাহায্য করবে ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ দেশটির অনেক শীর্ষ কর্মকর্তা প্রচার করছেন, করোনাভাইরাস চীনের উহানের ল্যাবে তৈরি। সেখান থেকেই এটি ছড়িয়েছে। যদিও যুক্তরাষ্ট্রে শীর্ষ বিজ্ঞানীরাসহ খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই দাবি নাকচ করে দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে চীনের পক্ষে কাজ করার অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। শুরু থেকেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো নতুন করোনাভাইরাসের জন্য চীনকে দায়ী করে এলেও, বিজ্ঞানীরা এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ পাননি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন গত মাসে বিশ্ব স্বাস্থ্য পরিষদের বার্ষিক বৈঠকে আন্তর্জাতিক অনুসন্ধানের জন্য চাপ দেওয়ার কথা জানিয়েছিলেন। এবার ইউরোপীয় ইউনিয়নের এ আহ্বানকে স্বাগত জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য পরিষদের নির্বাহী বোর্ডের সদস্য রাষ্ট্র অস্ট্রেলিয়া।
শিরোনাম
- মোবাইল দিয়েই প্রফেশনাল ছবি তুলবেন যেভাবে
- জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- বাড়িতে ঢুকে পড়ছে ভালুক, সেনা মোতায়েন
- বন্যায় ডুবতে পারে এশিয়ার যে দেশ, জারি সতর্কতা
- ডিজিটালেই ভবিষ্যৎ: নতুন উচ্চতায় নিউইয়র্ক টাইমসের আয়
- সরকার না পারলেও বিএনপি নির্বাচনের আবহ তৈরি করতে পেরেছে : জিল্লুর রহমান
- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে বিপদে অ্যাঞ্জেলিনা
- সংগীতের ইতিহাসে নতুন অধ্যায়, পর্দায় ফিরছেন মাইকেল জ্যাকসন
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ