মঙ্গলবার, ২ জুন, ২০২০ ০০:০০ টা

ব্রাজিলে সংক্রমণ বৃদ্ধির মধ্যে বিক্ষোভ

ব্রাজিলে তরতর করে বেড়ে চলেছে কভিড-১৯ এর সংক্রমণ। আক্রান্তের দিক দিয়ে এখন দ্বিতীয় এই দেশটি। এর মধ্যেও দেশটিতে বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ। প্রেসিডেন্ট জেইর বলসোনারোর বিরুদ্ধে ও তার সমর্থনে বিক্ষোভ চলছে। বিক্ষোভের কেন্দ্রে রয়েছে বলসোনারো ও ব্রাজিলের সুপ্রিম কোর্টের মধ্যকার দ্বন্দ্ব। বলসোনারোর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের একটি তদন্তে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। তার সমর্থকরা ভুয়া খবর ও ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ উঠেছে। এই বিষয়ে সুপ্রিম কোর্ট তদন্তের নির্দেশ দিয়েছে। বলসোনারো তদন্তটি সুপ্রিম কোর্টের বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ এনেছেন। বলসোনারোর সমর্থকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্ট বন্ধের দাবি জানিয়েছে। বলসোনারোকে রবিবার ঘোড়ায় চড়ে রাজধানীতে  সমর্থকদের মধ্যে যেতে দেখা গেছে। এ সময় সামাজিক দূরত্ব বজায় রাখেননি তিনি।

সর্বশেষ খবর