সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

আমেরিকায় ফের টিকটক চুক্তি সমর্থন করলেন ট্রাম্প

এ যেন ট্রাম্পের উলাটপুরাণ! টিকটক নিষিদ্ধ করা নিয়ে আমেরিকায় চলছে শোরগোল। নভেম্বরের আগে মার্কিন মুলুক থেকে টিকটককে ব্যবসা গুটিয়ে নিতে বলেছিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই টিকটককেই পরিষেবা চালিয়ে যাওয়ার ছাড়পত্র দিলেন ট্রাম্প। তবে শর্তসাপেক্ষে! শনিবার হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে ট্রাম্প জানান, ওয়ালমার্ট, ওরাকলের সঙ্গে টিকটক সংস্থা বাইটড্যান্সের যে চুক্তির কথা চলছে তা তিনি সমর্থন করছেন। আমেরিকায় টিকটকের পরিষেবা চলবে ‘টিকটক গ্লোবাল’ নামে। যা পরিচালনার সিংহভাগ দায়িত্ব থাকবে ওরাকল এবং ওয়ালমার্টের হাতেই। অর্থাৎ যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসার একচ্ছত্র মালিকানা আর থাকছে না অ্যাপটির মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের হাতে। এক্ষেত্রে টিকটকের মার্কিন ব্যবসার দাম ৬০ বিলিয়ন ডলার ধরতে চায় বাইটড্যান্স। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় পাঁচ লাখ আট হাজার ৭৮০ কোটি ৬২ লাখ টাকা।

সর্বশেষ খবর