সোমবার, ২৪ মে, ২০২১ ০০:০০ টা

করোনা শনাক্ত ১৬ কোটি ৭০ লাখ ছাড়াল, প্রতিদিন যুক্ত হচ্ছে প্রায় ৬ লাখ

বিশ্বব্যাপী করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ১৬ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে। প্রতিদিন এ সংখ্যা বাড়ছে প্রায় ৬ লাখ করে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

করোনাভাইরাস বৈশ্বিক মহামারীতে এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট শনাক্তের সংখ্যা ১৬ কোটি ৭০ লাখ ৭৯ হাজার। এর মধ্যে ৩৪ লাখ ৭০ হাজার জনের মৃত্যু হয়েছে। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১৪ কোটি ৭৯ লাখ ৫০ হাজার ৯২২ জন। তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ৩৩৩। মৃত্যু হয়েছে ৬ লাখ ৩ হাজার ৮৭৬ জনের। আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৫ লাখ ২৮ হাজার ৮৪৬। এর মধ্যে ২ লাখ ৯৯ হাজার ২৯৬ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬০ লাখ ৪৭ হাজার ৪৩৯। এর মধ্যে ৪ লাখ ৪৮ হাজার ২৯১ জনের মৃত্যু হয়েছে।

ভারতে দৈনিক শনাক্ত ২ লাখ ৪০ হাজার : ভারতে চলতি মাসের প্রথমদিকে দৈনিক ৪ লাখের বেশি রোগী শনাক্ত হলেও তারপর থেকে নতুন আক্রান্তের সংখ্যা ক্রমাগত কমছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে, গত শনিবার ২৪ ঘণ্টায় ২ লাখ ৪০ হাজার ৮৪২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, আর একই সময় মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৪১ জনের। যুক্তরাষ্ট্রের পর বিশ্বে শনাক্ত রোগীর সংখ্যায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে সরকারি হিসাবে মোট আক্রান্ত ২ কোটি ৬৫ লাখ ৩০ হাজার ১৩২ জন।

যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর মৃতের সংখ্যায় তৃতীয় স্থানে থাকা দেশটিতে মৃত্যু সংখ্যা ২ লাখ ৯৯ হাজার ২৬৬ জনে দাঁড়িয়েছে; আর এক দিনের মধ্যেই ভারতে মৃত্যুর সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে যাবে, এমন ধারণা পাওয়া যাচ্ছে। মার্চে ভারতে ১০ লাখ ২৫ হাজার করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছিল। তারপর এপ্রিলে প্রথম সপ্তাহ থেকে দেশটিতে মহামারীর দ্বিতীয় ঢেউ শুরু হয়, এতে ওই মাসে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৬৬ লাখ ১৩ হাজারে দাঁড়ায় আর চলতি মাসে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ৭৭ লাখ ছাড়িয়ে গেছে। মার্চে মৃত্যু হয়েছিল ৫ হাজার ৪১৭ জন রোগীর, এপ্রিলে তা ৪৫ হাজার ছাড়িয়ে যায় আর চলতি মাসে এ পর্যন্ত ৯০ হাজারেরও বেশি আক্রান্তের মৃত্যু হয়েছে।

ভারতের করোনাভাইরাস রোগীদের মধ্যে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ বা কালো ছত্রাকের প্রকোপ এক নতুন উদ্বেগ হয়ে দেখা দিয়েছে। এ পর্যন্ত প্রায় ৯ হাজার রোগী এ ছত্রাকে আক্রান্ত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

সর্বশেষ খবর