মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১ ০০:০০ টা

স্কুল খোলার জন্য আর অপেক্ষা করা যায় না : ইউনিসেফ-ইউনেস্কো

স্কুল খোলার জন্য আর অপেক্ষা করা যায় না : ইউনিসেফ-ইউনেস্কো

সবাইকে টিকা দেওয়া পর্যন্ত অপেক্ষায় না থেকে স্কুল খুলে দিয়ে শ্রেণিকক্ষে ক্লাস শুরুর আহ্‌বান এসেছে জাতিসংঘের দুই সংস্থা ইউনিসেফ ও ইউনেস্কোর তরফ থেকে। ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর এবং ইউনেস্কোর মহাপরিচালক অড্রে অ্যাজুল এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘১৩ জুলাই অনুষ্ঠেয় গ্লোবাল এডুকেশন মিটিং সামনে রেখে আমরা নীতিনির্ধারক এবং সরকারগুলোর প্রতি অনুরোধ জানাই, একটি প্রজন্মকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে নিরাপদে স্কুল খুলে দেওয়ার বিষয়টিকে আপনারা অগ্রাধিকার দিন।’ এখনো ১৯টি দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ থাকায় ১৫ কোটি ৬০ লাখের বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংস্থা দুইটি বলছে,  সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারগুলো অনেক সময় স্কুল বন্ধ করে দিচ্ছে অথচ বার ও রেস্তোরাঁগুলো খোলা থাকছে।

সর্বশেষ খবর